ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুরই অন্তরে ভাবসম্প্রসারণ
  আসসালামু আলাইকুম প্রিয় পাঠক। আপনি যদি ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুরই অন্তরে
  ভাবসম্প্রসারণটি খুজে থাকেন তাহলে একদম সঠিক জায়গায় চলে এসেছেন। কেননা আমরা এই
  আর্টিকেলটিতে আপনাদের জন্য এই উক্ত ভাবসম্প্রসারণটি তুলে ধরেছি।
আশা করি ভাবসম্প্রসারণ টি আপনাদের উপকারে আসবে। অন্যান্য যে সকল গুরুত্বপূর্ণ ভাব
  সম্প্রসারণ রয়েছে তার মধ্যে এটিও একটি । চলুন তাহলে আর বৃথা সময় নষ্ট না করে
  নিচে উল্লেখিত ভাবসম্প্রসারণটি পড়ে নেওয়া যাক।
  ঘুমিয়ে আছে শিশুর পিতা
সব শিশুরই অন্তরে।
  মূলভাবঃ পূর্ণ ব্যক্তিত্বসম্পন্ন
  মানুষের সমস্ত গুণ শিশুদের মধ্যে সুপ্তাবস্থায় থাকে। আজকের শিশুরাই সমাজ ও জাতির
  আগামী দিনের কর্ণধার। প্রতিটি শিশুর অন্তরেই ভবিষ্যৎ সম্ভাবনা নিহিত রয়েছে।
  সম্প্রসারিত ভাবঃ মানুষের
  জয়যাত্রার ইতিহাস বড়ো বৈচিত্র্যপূর্ণ। কোনো মানুষই চিরস্থায়ী নয়। আবার, মৃত্যুর
  ভেতর দিয়েই তার অস্তিত্ব লুপ্ত হয়ে যায় না। বয়স হলে মানুষ অনিবার্য মৃত্যুকে বরণ
  করে সত্য কিন্তু রেখে যায় বংশধর। নতুন এসে পুরাতনের স্থান দখল করে নেয়। এ নতুন
  প্রজন্মের ওপরেই দেশ ও জাতির ভবিষ্যৎ নির্ভর করে। আর এটিই হলো জগতের অমোঘ নিয়ম।
  আজ যারা পিতা ও কর্মী, ভবিষ্যতে তারা থাকবে না। আগামীদিনে যারা থাকবে না তাদের
  অসমাপ্ত কাজ সমাপ্ত করবে আজকের সম্ভাবনাময় শিশুরা আজকের শিশুরাই বড়ো হয়ে কেউ হবে
  শ্রেষ্ঠ কবি, কেউ দার্শনিক, কেউ বিজ্ঞানী অথবা দক্ষ ডাক্তার, কেউ হবে প্রকৌশলী,
  কেউ ব্যবসায়ী, কেউ রাজনীতিবিদ; আবার কেউ বা দেশের গণ্ডী ছাড়িয়ে হবে বিশ্বের
  শ্রেষ্ঠ মানব। প্রত্যেক শিশুর মধ্যেই সংগোপনে লুকিয়ে আছে ভবিষ্যৎ সার্থক জীবনের
  প্রতিশ্রুতি। তাই শিশুদের অবহেলার চোখে দেখার কোনো অবকাশ নেই। বরং তাদের
  আত্মশক্তিতে বলীয়ান করে তুলতে হবে, যাতে তারা আগামীদিনের গুরুভার বহন করতে সক্ষম
  হয়। শিশু যদি অনুকূল আবহাওয়া ও মানসিক বিকাশের সুন্দর পরিবেশ পায়, তবে সে অবশ্যই
  সুশিক্ষিত ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে উঠবে এবং সামগ্রিক উন্নয়নে অবদান রাখবে। তাই
  ইংরেজ কবি ওয়ার্ডসওয়ার্থ যথার্থই বলেছেন- 'শিশুরাই জাতির পিতা'।
  মন্তব্যঃ মূলত আজকের শিশু আগামী
  দিনের পথ-প্রদর্শক। তাই আমাদের শিশুর মধ্যে নিহিত সম্ভাবনাময় শক্তিকে কাজে লাগাতে
  হবে। কারণ শিশুদের যথার্থ মানুষ হিসেবে গড়ে তোলা সকলের অনিবার্য দায়িত্ব ও
  কর্তব্য।

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url