পিসির জন্য সেরা ৫টি স্ক্রিন রেকর্ডার সম্পর্কে বিস্তারিত জেনে নিন
  আপনি কি পিসির জন্য স্ক্রিন রেকর্ডার সফটওয়্যার খুঁজছেন। তাহলে একদম সঠিক পোস্টে
  ক্লিক করেছেন। আমরা এই আর্টিকালে বাছাই করে উইন্ডোজ পিসির জন্য সেরা ৫টি স্ক্রিন
  রেকর্ডার তালিকাভুক্ত করেছি। পিসির জন্য সেরা ৫টি স্ক্রিন রেকর্ডার সম্পর্কে
  বিস্তারিত জানতে আমাদের এই আর্টিকেলটি মনোযোগ সহকারে সম্পূর্ণ পড়ুন।
প্রিয় পাঠক আশা করি আমাদের এই আর্টিকেলটি আপনাকে আপনার পছন্দের সেরা স্ক্রিন
  রেকর্ডারটি বেছে নিতে সহায়তা করবে। চলুন তাহলে আর দেরি না করে পিসির জন্য সেরা
  ৫টি স্ক্রিন রেকর্ডার সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।
সূচিপত্রঃ পিসির জন্য সেরা ৫টি স্ক্রিন রেকর্ডার সম্পর্কে বিস্তারিত জেনে নিন
- স্ক্রিন রেকর্ডার সফটওয়্যারঃ ভূমিকা
- পিসির জন্য সেরা ৫টি স্ক্রিন রেকর্ডারঃ ShareX
- পিসির জন্য সেরা ৫টি স্ক্রিন রেকর্ডারঃ Debut Screen Recoder
- পিসির জন্য সেরা ৫টি স্ক্রিন রেকর্ডারঃ Loom
- পিসির জন্য সেরা ৫টি স্ক্রিন রেকর্ডারঃ Captura
- পিসির জন্য সেরা ৫টি স্ক্রিন রেকর্ডারঃ OBS-Open Broadcaster Software
- পিসির জন্য সেরা ৫টি স্ক্রিন রেকর্ডারঃ শেষ কথা
স্ক্রিন রেকর্ডার সফটওয়্যারঃ ভূমিকা
  আমরা নানা ধরনের কাজে স্ক্রিন রেকর্ডার সফটওয়্যার ব্যবহার করে থাকি। কেউ গেম
  রেকর্ড করার ক্ষেত্রে স্ক্রিন রেকর্ডার সফটওয়্যার ব্যবহার করে থাকি, টিউটোরিয়াল
  ভিডিও মেক করার ক্ষেত্রেও স্ক্রিন রেকর্ডার ব্যবহার করে থাকি আবার কেউ কেউ স্কিন
  রেকর্ড করে থাকি কাউকে শেয়ার করার জন্য। আর স্কিন রেকর্ড করার আমরা সচরাচর যে
  সফটওয়্যার গুলো ব্যবহার করে থাকি ওইগুলোতে ওয়াটার মার্ক থেকে যাওয়া সমস্যা,
  টাইম লিমিট সহ নানা ধরনের সমস্যা ফেস করতে হয়।
  আরও পড়ুনঃ মোবাইলে ভিডিও এডিটিং সফটওয়্যার
  আজকে এই আর্টিকেল এর মাধ্যমে আপনাদের জন্য উইন্ডোজের ৫টি ফ্রি স্ক্রীন রেকর্ডার
  নিয়ে বিস্তারিত আলোচনা করব। আশা করি এই আর্টিকেল দ্বারা আপনারা ফ্রি স্ক্রিন
  রেকর্ডার সফটওয়্যার এর মধ্যে কোন গুলো সেরা তা ভালোভাবেই বুঝতে পারবেন চলুন
  তাহলে আর দেরি না করে সফটওয়্যার গুলি সম্বন্ধে জেনে নেয়া যাক।
পিসির জন্য সেরা ৫টি স্ক্রিন রেকর্ডারঃ ShareX
  আমাদের এই আর্টিকেলের লিস্টে প্রথমে যে স্ক্রিন রেকর্ডার সফটওয়্যার রয়েছে তা
  হচ্ছে ShareX, যা স্ক্রিন রেকর্ডের জন্য খুব ভালো একটি সফটওয়্যার। এই স্ক্রিন
  রেকর্ডারটির মাধ্যমে আপনারা ফুল স্ক্রিন রেকর্ড করতে পারবেন, উইন্ডো আকারে রেকর্ড
  করতে পারবেন এছাড়াও নির্দিষ্ট একটা এরিয়া বেছে নিয়েও রেকর্ড করতে পারবেন।
  রেকর্ড করা ভিডিওর খুবই ভালো কোয়ালিটি প্রদান করতে পারে ShareX সফটওয়্যারটি।
  এছাড়াও ভিডিও রেকর্ড করার পাশাপাশি এই সফটওয়্যার দ্বারা স্ক্রিনশটও নিতে
  পারবেন। রেকর্ড করার ভিডিও আপনাদের বন্ধুদের সাথে কারো করতে পারবেন খুব সহজেই।
  চাইলে আপনারা এই স্ক্রিন রেকর্ডারটি ব্যবহার করতে পারেন। এই স্ক্রিন রেকর্ডারটি
  সম্পর্কে বিস্তারিত জানতে নিচে দেওয়া লিংকে ক্লিক করে এর অফিসিয়াল ওয়েবসাইট
  চেক করে আসতে পারেন ছাড়াও ডাউনলোডও করতে পারেন।
- ShareX - https://getsharex.com/
পিসির জন্য সেরা ৫টি স্ক্রিন রেকর্ডারঃ Debut Screen Recorder
  আমাদের এই আর্টিকেলের লিস্টে দ্বিতীয়তে যে স্ক্রিন রেকর্ডার সফটওয়্যারটি রয়েছে
  তা হচ্ছে Debut Screen Recorder, এই সফটওয়্যারটিও হচ্ছে একটি ফ্রি স্ক্রিন
  রেকর্ডার সফটওয়্যার। এই সফটওয়্যারটি দিয়ে আপনারা স্ক্রিন রেকর্ড করতে পারবেন,
  রেকর্ড করতে পারবেন, অডিও রেকর্ড করতে পারবেন এছাড়াও এর পাশাপাশি এটিতে রয়েছে
  ভিডিওর কালার চেঞ্জ, কালার এডজাস্ট, আইপি ক্যামেরা রেকর্ড করার সুবিধা যা
  অন্যান্য স্ক্রিন রেকর্ডারে দেখা যায় না।
  স্ক্রিন রেকর্ড করার সুবিধার পাশাপাশি এটি তে আরো নানা ধরনের এডিটিং এর অপশনও
  পেয়ে যাচ্ছেন। এই স্ক্রিন রেকর্ডারটি সম্পর্কে বিস্তারিত জানতে নিচে দেওয়া
  লিংকে ক্লিক করে এর অফিসিয়াল ওয়েবসাইট চেক করে আসতে পারেন ছাড়াও ডাউনলোডও করতে
  পারেন।
- Debut Screen Recorder - https://www.nchsoftware.com/
পিসির জন্য সেরা ৫টি স্ক্রিন রেকর্ডারঃ Loom
  আমাদের এই আর্টিকেল এর লিস্টে থাকা তৃতীয় স্ক্রিন রেকর্ডারটির নাম হচ্ছে Loom,
  এটি বেশ জনপ্রিয় একটি স্ক্রিন রেকর্ডিং সফটওয়্যার। এ সফটওয়্যারটি দিয়ে আপনি
  স্ক্রিন রেকর্ড করতে পারবেন, অডিও রেকর্ড করতে পারবেন, ওয়েব ক্যাম রেকর্ড করতে
  পারবেন। এ সফটওয়্যারটি বেশিরভাগ স্কিন রেকর্ড করে সহজে শেয়ার করার মাধ্যম
  হিসেবে বেশি জনপ্রিয়।
  আরও পড়ুনঃ কম দামে ভালো ক্যামেরা ফোন ২০২৩
  এ সফটওয়্যারটি পুরোপুরি ফ্রি না এর কিছু কিছু ফিচার আপনি ফ্রিতে ইউজ করতে পারবেন
  আর কিছু কিছু ফিচার এমনও রয়েছে যার জন্য আপনাকে কিছু চার্জ প্রদান করতে হবে।
  Loom সফটওয়্যারটির ক্রম এক্সটেনশনে রয়েছে আপনার যেভাবে প্রয়োজন আপনি এটি কে
  ইউজ করতে পারেন। এই স্ক্রিন রেকর্ডারটি সম্পর্কে বিস্তারিত জানতে নিচে দেওয়া
  লিংকে ক্লিক করে এর অফিসিয়াল ওয়েবসাইট চেক করে আসতে পারেন ছাড়াও ডাউনলোডও করতে
  পারেন।
- Loom - https://www.loom.com/
পিসির জন্য সেরা ৫টি স্ক্রিন রেকর্ডারঃ Captura
  আমাদের এ আর্টিকেলের লিস্টে থাকা চতুর্থ স্ক্রিন রেকর্ডার সফটওয়্যার টি হচ্ছে
  Captura, এটা হচ্ছে একটি ওপেন সোর্স স্ক্রিন রেকর্ডার। এটি খুবই ইউজফুল একটি
  স্ক্রিন রেকর্ডার সফটওয়্যার। যেহেতু এটা ওপেন সোর্স একটি সফটওয়্যার আপনারা
  নির্দ্বিধায় এটি কে ব্যবহার করতে পারেন। স্ক্রিন রেকর্ডিং এর জন্য যত ধরনের
  ফিচার আপনার প্রয়োজন সব ধরনের ফিচার প্রায় Captura সফটওয়্যার টি তে পেয়ে
  যাবেন।
  আপনি যদি ভালো একটি একটি ওপেন সোর্স স্ক্রিন রেকর্ডার সফটওয়্যার খুঁজে থাকেন
  তাহলে Captura সফটওয়্যারটি আপনার জন্য পারফেক্ট হতে পারে। এই স্ক্রিন রেকর্ডারটি
  সম্পর্কে বিস্তারিত জানতে নিচে দেওয়া লিংকে ক্লিক করে এর অফিসিয়াল ওয়েবসাইট
  চেক করে আসতে পারেন ছাড়াও ডাউনলোডও করতে পারেন।
- Captura - https://github.com/MathewSachin/Captura
পিসির জন্য সেরা ৫টি স্ক্রিন রেকর্ডারঃ OBS-Open Broadcaster Software
  আমাদের এ আর্টিকেলের লিস্টে থাকা পঞ্চম স্ক্রিন রেকর্ডার সফটওয়্যার টি হচ্ছে
  OBS-Open Broadcaster Software, এটি হচ্ছে আমাদের এই আরটিকালের লিস্টে থাকা
  সবগুলো সফটওয়্যার এর মধ্যে সেরা একটি স্ক্রিন রেকর্ডার সফটওয়্যার। আপনি যদি
  উইন্ডোজের সেরা স্কিন রেকর্ডার খুঁজে থাকেন সেক্ষেত্রে আপনার জন্য OBS-Open
  Broadcaster Software এই সফটওয়্যারটি একদম পারফেক্ট হতে পারে। নতুন ইউজারদের
  জন্য এটির ফিচারসগুলো বুঝতে একটু সমস্যা হতে পারে কিন্তু ইউজ করতে করতে এটি ঠিক
  হয়ে যাবে।
  এই সফটওয়্যারটি দিয়ে আপনি খুব সহজে গেম, ওয়েবক্যাম সহ যেকোনো ধরনের স্ক্রিন
  রেকর্ড করতে পারবেন। এছাড়াও এ সফটওয়্যারটি অন্যতম একটি ফিচারস হচ্ছে আপনি
  চাইলেই এটি দিয়ে লাইভ স্টিম করতে পারবেন। এই স্ক্রিন রেকর্ডারটি সম্পর্কে
  বিস্তারিত জানতে নিচে দেওয়া লিংকে ক্লিক করে এর অফিসিয়াল ওয়েবসাইট চেক করে
  আসতে পারেন ছাড়াও ডাউনলোডও করতে পারেন।
- OBS-Open Broadcaster Software - https://obsproject.com/
পিসির জন্য সেরা ৫টি স্ক্রিন রেকর্ডারঃ শেষ কথা
  প্রিয় পাঠক উক্ত পোস্টের মাধ্যমে আমরা আলোচনা করলাম পিসির জন্য সেরা ৫টি স্ক্রিন
  রেকর্ডার সম্পর্কে। আশা করি উক্ত পোষ্টের মাধ্যমে পিসির জন্য সেরা ৫টি স্ক্রিন
  রেকর্ডার সম্পর্কে সমস্ত বিষয়াদি জানতে পেরেছেন। এমন নতুন নতুন পোস্ট পড়তে
  আমাদের ওয়েবসাইটটি ফলো করুন।
  আরও পড়ুনঃ
  ১৫,০০০ টাকার মধ্যে ভালো গেমিং ফোন ২০২৩
  আমরা এই ওয়েবসাইটে প্রতিদিন নতুন নতুন পোস্ট আপলোড করে থাকি। নিয়মিত আমাদের
  ওয়েবসাইটটি ভিজিট করুন। পোস্ট গুলো ভালো লাগলে আপনাদের পরিবার, আত্মীয়-স্বজন
  এবং বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের সাথে থাকুন ধন্যবাদ।

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url